পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

35

পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত ও সাধারণ সম্পাদক অসীম দেবের স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতিকে শিক্ষক রূপক শীল, সহ-সভাপতি শম্ভু সেন, ইন্দ্রজিৎ চৌধুরী, অনুপ দত্ত, অধীর দে, মিঠু ঘোষ, সাধারণ সম্পাদক রাজিব দাশ গুপ্ত ছোটন, যুগ্ম সম্পাদক সুমন দে, এড. সনজয় দে, অর্থ সম্পাদক বিজন দে, সহ-অর্থ সম্পাদক টিটু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জুয়েল চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক বিপলু শীল জয়, দপ্তর সম্পাদক আশিষ মহাজন, প্রচার সম্পাদক রুবেল গুহ, গণসংযোগ বিষয়ক সম্পাদক অসিত দাশ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রাজু দাশ, সাংস্কৃতিক সম্পাদক রনি শীল, সমাজ কল্যাণ সম্পাদক স্বরুপ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক পংকজ নাথ, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষক বিষয়ক সম্পাদক অঞ্জন বিশ্বাস টাংকু, মহিলা সম্পাদিকা বেবী নন্দী, পূজা বিষয়ক সম্পাদক জুয়েল আচার্য্য, সহ-পূজা বিষয়ক সম্পাদক সৈকত দাশসহ ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে ৫ দিনব্যাপী পটিয়া উপজেলা ও পৌরসভার ১৮০টি পূজা মন্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া পৌর সদরে গৌরাঙ্গ নিকেতনে প্রতি বছরের ন্যায় এই বছরও পূজার আয়োজন করা হয়েছে। গীতা পাঠ, বস্ত্র বিতরণ, অন্ন প্রসাদ বিতরণ করা হবে।