পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির দোয়া মাহফিল

9

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে গত শুক্রবার বিকেলে কৈয়গ্রামস্থ বিএনপি নেতা এনামের বাসভবন প্রাঙ্গণে এ মাহফিল সম্পন্ন হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমএ রহিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মফজল আহমদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, একেএম জসিম উদ্দিন, মনির আহমদ সেলিম, খলিলুর রহমান বাবু চেয়ারম্যান, গাজী আবু তাহের, আজমল হোসেন জামাল, আবদুল রহিম, নুরুল হক মেম্বার, নুরুল আবছার, সাইফুদ্দিন আহমদ, শরীফ উদ্দিন চৌধুরী, মাহবুবুল রহমান, আবদুল মাবুদ, আখতার মেম্বার, মো. ইউনুছ, পৌর বিএনপি নেতা মনজুর আলম চৌধুরী, মো. হাসান, বুলবুল আহমদ, মো. ইউনুছ, ফজলুল কাদের জুলু, উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হক চৌধুরী, আবদুল আলম মেম্বার, ফিরোজ, জসিম উদ্দিন, ইব্রাহিম, জেলা যুবদল নেতা আবদুল মান্নান তালুকদার, মোকাম্মেল হক তালুকদার, বখতিয়ার উদ্দিন, আবুল হোসেন বাবুল, নুরুল আলম, জেলা স্বেচ্ছসেবক দল নেতা সেলিম চৌধুরী, জেলা ছাত্রদল নেতা ওবাইদুল হক রিকু, আলাউদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা রবিউল হোসেন, মো. শাহদাত হোসেন, আশিক, মোরশেদ, সাজ্জাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে এনামূল হক এনাম বলেন, শেখ হাসিনার সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে দেশের স্বৈরাশান চালু করে এদেশের গনতন্ত্রে কবর রচনা করেন। হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করেছে। নির্বাচনে জনগনের ভোটাধিকা হরন করে বিএনপিকে বিজয়ী হতে দিচ্ছে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্ধি রেখেছে। সম্প্রতি তার সাজা স্থগিত রেখে মুক্তি মেয়াদ পুনরায় বৃদ্ধি করা হলেও স্থানীয়ভাবে তার মুক্তি দিচ্ছে না। বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এ জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে এগিয়ে আসার আহবান জানান। পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে মোনাজাত করা হয়।