পটিয়ায় সকল কাজে এমপির পরামর্শ নিতে হবে’

91

পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, পটিয়ায় সকল কাজে এমপি’র পরামর্শ নিতে হবে। উপজেলা পরিষদ ম্যানুয়েল মেনে প্রশাসনসহ সকলকে কাজ করতে হবে। সেখানে উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় সাংসদের পরামর্শ নেয়ার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। টানা তৃতীয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর গতকাল রবিবার সন্ধ্যায় পটিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রথম মতবিনিময় করেন সামশুল হক চৌধুরী। এসময় প্রশাসনের কর্মকর্তাদের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি সামশুল হক চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় তিনি আরো বলেন, যার যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান দিয়ে কাজ করতে হবে। কোনো অনিয়মকে প্রশ্রয় দিবেন না। সততা ও নিষ্ঠা বজায় রেখে সকলের সাথে মিলেমিশে কাজ করবেন। তাহলে কেই কাউকে সমস্যা করবে না। প্রশাসনের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের দূরত্ব যেন তৈরি না হয় সেটি নিশ্চিত করতে হবে এবং উন্নয়নের ক্ষেত্রে সরকারি দায়িত্বের কথা খেয়াল রেখে এমপি হিসেবে আমার পরামর্শ নিয়ে কাজ করতে হবে। অতীতে যেসব ভুলভ্রান্তি ছিলো, তার যেন পূণরাবৃত্তি না ঘটে সেদিকে সকলকে সজাগ থাকার আহবান জানান। তিনি বলেন, কোনো ধরণের দূরত্ব তৈরি হলে উন্নয়ন বাঁধাগ্রস্ত হয়। পটিয়ার উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।
গতকাল রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জমান চৌধুরী, দেবব্রত দাশ দেবু, মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু ইউসুফ মোহাম্মদ ওয়াহিদ উল্লা, কৃষি কর্মকর্তা আবু জাফর, উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লা, মৎস্য কর্মকর্তা লুৎফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা পিবলু চন্দ্র নাথ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দিন মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, খাদ্য কর্মকর্তা রুপান্তর চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশলী উত্তম কুমার মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, নির্বাচনী কর্মকর্তা সৈয়দ আবু সাঈদ, সমবায় কর্মকর্তা হাবিবুল্লা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মনছুর আহমদ তালুকদার, ফায়ার সার্ভিস কর্মকর্তা সৌমেন বড়ুয়া প্রমুখ।