পটিয়ায় ষড়যন্ত্রকারীদের স্থান হবে না

115

জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, পটিয়ায় ষড়যন্ত্রকারীদের স্থান হবে না, জনতাই তাদের তাড়াবে। বিএনপিসহ কোন সরকারের আমলে পটিয়ায় এতো উন্নয়ন হয় নি। উন্নয়ন দেখে বিএনপি জামায়াতের সাথে মিলেমিশে কিছু লোক ষড়যন্ত্র করে যাচ্ছে উন্নয়নকে বাধাঁগ্রস্ত করতে। এ জন্য তারা অপপ্রচারে নেমেছে। কিন্তু গত ১০ বছরেও কোন ধরনের অনিয়ম হয়েছে এমন কোন নজির তারা দেখাতে পারেনি। পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে প্রায় দুইশ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, জিরি ছাড়াও উপজেলার ১৭ ইউনিয়ন ও একটি পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়ন কাজ চলছে। অন্যায়, সন্ত্রাস, জুয়া ও টাকা পাচারে জড়িতদের দমন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি অভিযান শুরু করেছে। অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। গতকাল রবিবার বিকেলে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের জিরি-মহিরা সংযোগখালের উপর এক কোটি ৫ লাখ টাকা ব্যয়ে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধনকালে হুইপ এসব কথা বলেন।
জিরি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজিমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান টিপুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, হাবিবুল হাসান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আবদুল্লাহ আল হারুন, আবু ছালেহ চৌধুরী, জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ভোলা, কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনজামুল হক জসিম, বড়লিয়া ইউপি চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু, চেয়ারম্যান এহসানুল হক, মুজিবুল হক চৌধুরী নবাব, নাজিম উদ্দিন পারভেজ, মো. জাহাঙ্গীর, মোহাম্মদ আলী পাশা, শহীদুল ইসলাম শামীম, উৎপল সরকার রাজু, রবিউল আলী,উপজেলা যুবলীগ আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশির, মাস্টার লিটন নাথ, মাঈনুল হক রাশেদ, সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ শাহ আজিজ, আরিফ নোমান চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলী, হাসান মেম্বার, জোলেখা বেগম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক শেখ জালাল, এম শওকত হোসেন ।