পটিয়ায় মুক্তিযোদ্ধা রুস্তম আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

57

পটিয়া উপজলোর ৬নং কুসুমপূরা ইউনয়িনরে থানা মহরিা গ্রামের মৃত শফিক চৌধুরীর পুত্র মুক্তিযোদ্ধা রুস্তম আলী (৭৯) গত ১৬ সেপ্টেম্বর নিজ বাড়িতে বার্ধক্য জনিত রোগে মৃত্যুবরন করনে। তিনি মৃত্যুকালে এক স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গত ১৭ই সপ্টেম্বর সকাল ১১টা তার নিজ গ্রাম এলাকার পটোন সর্দার জামে মসজদি ময়দানে বাংলাদশে সরকাররে পক্ষে মরহুম মুক্তেিযাদ্ধা রুস্তম আলীর মরদহেরে প্রতি সম্মাননায় রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করনে পটিয়া উপজলো ভূমি সহকারী কমশিনার, নর্বিাহী ম্যাজিষ্ট্রেড সাব্বরি রহমান সানি। পরে পারিবারিক কবর স্তানে দাপন করা হয়। এ সময়ে আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদরে কমান্ডার মুক্তিযোদ্ধা মহউিদ্দনি, মুক্তিযোদ্ধা রনজতি দাশ, মুক্তিযোদ্ধা যুগল সরকা মুক্তিযোদ্ধা আবুল কাশমে মুক্তিযোদ্ধা শেখ বদি, মুক্তিযোদ্ধা আমিন সুবেদার বুলবুল, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাস্টার ইউছুপ, মুক্তিযোদ্ধা বজলুর রহমান, কুসুমপূরা ইউনয়িন পরষিদরে চয়োরম্যান ইব্রাহীম বাচ্চু, কুসুমপূরা ইউনয়িন আ.লীগের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক এড. হোসাইন রানা, আবু সুফিয়ান টিপুূ, হাজী কামাল, হাজী আলম, নূরুল আমিন, আসহাব উদ্দীন, হাফজে আইয়ুব, আজম খাঁন, মিজানুর রহমান, মো. হাশমে, আবুল মনছুর, দিদারুল আলম, মো. আলমগীর, মো. মোরশদে জুলু, মো. এমরান, ইয়াছিন, আখতার আলী, আহমদ নূর, ফরহাদ রহমান, আবু তৈয়ব প্রমুখ। মুক্তিযোদ্ধা রুস্তম আলী কফিনে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধান্জলী প্রদান করেন পটিয়া উপজেলা নিবাহী অফিস, পটিয়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, কুসুমপূরা ইউনয়িন আওয়ামী লীগ, কুসুপুরা ইউনয়িন পরষিদ সহ আরো অন্যন্য সামাজকি, রাজনৈতিক সংগঠন।