পটিয়ায় বিএনপির নির্বাচনী কার্যালয় ভাঙচুর

347

পটিয়ায় বিএনপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। উদ্বোধনের দুই ঘণ্টা পর একদল যুবক তা ভেঙে দিয়েছে বলে জানা গেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, সোমবার রাত ১১টার দিকে শান্তিরহাট এলাকায় উদ্বোধন করা অফিস আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভেঙে দিয়েছে। তাছাড়া প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। বিভিন্ন এলাকায় অফিসের চেয়ার ভাঙচুর, পোস্টার ও প্রচারপত্র ছিড়ে ফেলছে আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে। সর্বশেষ পটিয়া পৌরসভার যুবদল নেতা আবছার উদ্দিন সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।
পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার বলেন, বিএনপির অফিস ভাঙচুরের কোন খবর পুলিশ পাননি। তাছাড়া বিনা কারণে বিএনপির কোন নেতাকর্মীকে গ্রেপ্তার করছে না। অপরাধীর বিরুদ্ধে অভিযান আগেও হয়েছে সেভাবে বর্তমানেও চলছে।
এদিকে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাচুরিয়া, সফরআলী মুন্সিরহাট, কোলাগাঁও ইউনিয়নের নলান্ধা, কোলাগাঁওর টেক, বাদামতল, চাপড়ী, বাণীগ্রামসহ কোলাগাঁও ইউপির বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, বিএনপি নেতা হারুনুর রশিদ চৌধুরী, বজল চৌধুরী, সিরাজুল ইসলাম মেম্বার, মাহবুবুর রহমান, আবু ছিদ্দিক, আবদুল করিম, আবু বক্কর রায়হান, শাহনেওয়াজ, পারভেজ, রবি মেম্বার প্রমুখ।