পটিয়ায় প্রতিবন্ধীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে খাদে

39

পটিয়ায় এক প্রতিবন্ধীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে পড়েছে খাদে। এ ঘটনায় বাসের নিচে চাপা পড়ে শামসুল আলম (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টায় পটিয়া বাইপাস সড়কের পৌরসভার ৪নং ওয়ার্ডের বাকখালী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামশুল আলম সাতকানিয়ার মৃত দুদু মিয়ার পুত্র।
এ ঘটনায় শিশুসহ আরও ১৭ যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন মো. জাহাঙ্গীর আলম (৩০), মো. জয়নাল (৩০), মো. সাকিব (২১), জান্নাতারা (২৭), মো. শহীদ (৩৫), মো. সৈয়দ হোসেন (৩৮), মো. ইমাম হোসেন (১৭), মো. খোরশেদ (৪২), সুমি (৪০), আরিফ হোসেন (১৮), রাকিব (১০), রনি (৩৬), আবদুল মালেক (৫৫), আমেনা খাতুন (৫৫), মো. সেলিম (৩৪), আবু তালেবসহ (৪৫) এক অজ্ঞাত ব্যক্তি।
হাইওয়ে পুলিশ, পটিয়া থানা পুলিশ, পটিয়া ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতের উদ্ধার করেন।
জানা গেছে, পটিয়া বাইপাসের বাকখালী পয়েন্ট চট্টগ্রামমুখি সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসের সামনে এক প্রতিবন্ধী এসে পড়েন। মো. হোসেন নামে ওই প্রতিবন্ধীকে বাঁচাতে সজোরে ব্রেক কষলে চাকা ফেটে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ সময় বাসের নিচে চাপা পড়েন ব্যবসায়ী শামসুল আলম (৫৫)। এছাড়া আহত হন ১৭ জন। আহতদেরকে পটিয়া হাসপাতালে নেওয়া হলে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ১৬ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। পরে হাইওয়ে পুলিশ খাদ থেকে বাসটি সরিয়ে ব্যবসায়ীকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু নিশ্চিত করেন।
পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজে সহযোগিতা করেছে। ব্যবসায়ী শামসুল আলমকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আগ্রাবাদ এলাকার লাকী প্লাজার ব্যবসায়ী।