পটিয়ায় পিসিএল টি-২০ ক্রিকেট শুরু ২১ মার্চ

16

মুজিববর্ষ উপলক্ষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ২১ মার্চ শুরু হচ্ছে পিসিএল টি-২০ ক্রিকেট। জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন সকালে আনুষ্ঠানিক পর্দা উঠবে এ ক্রিকেট টুর্নামেন্টের। অংশগ্রহণ করবে পটিয়া ক্রিকেট অ্যাকাডেমি, উদীয়মান ক্রিকেট অ্যাকাডেমি, নাজিরহাট ক্রিকেট অ্যাকাডেমি, সাতকানিয়া ইয়ং স্টার, আনোয়ারা ক্রিকেট অ্যাকাডেমি ও পাঁচলাইশ ক্রিকেট অ্যাকাডেমি।
এ উপলক্ষে গতকাল শনিবার সকালে পটিয়া পৌরসদরের একটি রেস্তোরাঁয় টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা আবুল কাসেম। ক্রিকেটার মুহাম্মদ শাহরিয়ার শাহ্জাহানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ডা. ছৈয়দ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির গোফরান রানা, নাজিম উদ্দিন পারভেজ, পৌর কাউন্সিলর খোরশেদ গণি, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য পুলক চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির মিজানুর রহমান, ক্রিকেট কোচ ফিরোজ খাঁন, মহিউদ্দিন নেজামী, সাইফুল ইসলাম সোহেল, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জাবেদ, আনিছুর রহমান, মোহাম্মদ আরাফাত ও ছয় ক্রিকেট দলের অধিনায়ক তুষার, সাব্বির, অনিক, ফরহাদ, মিনহাজ, রিজবী ও সাকিব।