পটিয়ায় ঢলে ভেসে যাওয়া রোহিঙ্গার লাশ উদ্ধার

36

 

পটিয়ায় পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে দুই রোহিঙ্গা নাগরিক নিখোঁজের ঘটনা ঘটে। গত সোমবার সকালে কেলিশহর ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার বোয়ালখালী উপজেলার বোয়ালীকালন্দর শাহ্ (র.) মাজার এলাকা থেকে আবদুস শুক্কুরের (২৮) মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহ আলম (৩০) নামের আরো এক রোহিঙ্গা নাগরিক নিখোঁজ রয়েছে।
সূত্র জানায়, গত সোমবার সকালে কেলিশহর ইউনিয়নের রতনপুর এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতে পাহাড়ে যায় ৪ রোহিঙ্গা নাগরিক।
এসময় বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলের স্রোতে দুই রোহিঙ্গা তলিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে শুক্কুরের মরদেহটি পাওয়া যায়।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানান, স্থানীয়রা পানিতে ভেসে যাওয়া এক রোহিঙ্গা নাগরিকের মরদেহ উদ্ধার করেছেন। রোহিঙ্গা নাগরিক শুক্কুর উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে পটিয়ায় এসেছিলেন। উদ্ধার হওয়া মরদেহটি রোহিঙ্গা নাগরিকরাই উখিয়া ক্যাম্পে নিয়ে যায় বলে জানান তিনি।