পটিয়ায় জেল হত্যা দিবস পালিত

83

পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, যারা ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করেছিল তারাই ৩ নবেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করে। জাতীয় চার নেতা হত্যা করে স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। ১৫ আগস্টের হত্যাকান্ড ও ৩ নবেম্বর জেল হত্যাকান্ড একই সূত্রে গাঁথা। গত ৩ নভেম্বর পটিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মোতাহেরুল ইসলাম চৌধুরী এ কথা বলেন। পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, আবদুল খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু ছালেহ চৌধুরী, ঋষি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, বেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএ নাছির, জিরি ইউপি আওয়ামী লীগ সভাপতি আজিমুল হক, হাইদগাঁও ইউপি সভাপতি জিতেন কান্তি গুহ, পৌরসভা আওয়ামী লীগ সহ-সভাপতি কাউন্সিলর গোফরান রানা, মহিলা আওয়ামী লীগ নেত্রী শিল্পী মিত্র, সাজেদা বেগম, ইনসানা নাসরিন, মোজাম্মেল হোসেন রাজধন, উপজেলা যুবলীগ আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, পৌরসভা যুবলীগ সাধারণ সম্পাদক রফিকুল আলম, ছাত্রলীগ নেতা তারেকুর রহমান তারেক, নাজমুল সাকের ছিদ্দিকী। জাতীয় চার নেতা ছৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ, ক্যাপ্টিন মনসুর আলী ও এইচএম কামরুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।