পটিয়ায় চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার ১

42

পটিয়ায় চেক প্রতারণা মামলায় মহিউদ্দিন মল্ল মিন্টু (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পটিয়া থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মিন্টুকে গ্রেপ্তার করে। পরে তাকে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। শুনানী শেষে বিচারক আসামি মিন্টুর জামিন মঞ্জুর করেন। মিন্টু উপজেলার ধলঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মরহুম এখলাস মল্ল’র পুত্র।
জানা গেছে, চন্দনাইশের গাছবাড়িয়া এলাকার ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ দুই লাখ টাকার চেকের বিপরীতে মিন্টুর বিরুদ্ধে চেক প্রতারণার একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তারী পরোয়ানা মূলে পটিয়া থানার উপ-পরিদর্শক নাদিম মাহমুদ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এর আগে ২০১৬ সালে খাতুনগঞ্জের ব্যবসায়ী জুয়েল দাশের দায়ের করা চেক প্রতারণার একটি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন।
মামলার বাদী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ জানান, মিন্টুকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছিল। তবে কোন শর্তে জামিন পেয়েছে, তা আমি জানি না।