পটিয়ায় গবাদি পশুর দুই ওষুধের দোকানে জরিমানা

60

পটিয়ায় গবাদি পশুর দুই ওষুধের দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন গবাদি পশুর ওষুধ বিক্রির অভিযোগে দু’টি দোকানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে পটিয়া কলেজের পূর্ব গেইটে আলী এন্ড ব্রাদার্স ও ডাকবাংলোর মোড়ের আহলে বায়াত ভেটেনারি দোকানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাব্বির আহমদ সানি অভিযান চালিয়ে এই জরিমানা করে। অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
জানা গেছে, পটিয়া পৌর সদরে বেশ কিছু গবাদি পশুর ওষুধ বিক্রির দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রির অভিযোগ ছিলো তাদের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে ভেটেনারি সার্জন সুব্রত সরকারসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমদ সানি। আসন্ন কোরবানীকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী গবাদি মোটা তাজাকরণের লক্ষ্য ওষুধ বিক্রি শুরু করেছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করলে ভেটেনারি বেশ কিছু দোকান বন্ধ করে দোকান মালিকরা পালিয়ে যায়। ভেটেনারি সার্জন সুব্রত সরকার জানিয়েছেন, আসন্ন কোরবানকে কেন্দ্র করে গবাদি পশুর ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রি শুরু হয়েছে। পশুদের এসব ওষুধ খাওয়ানো হলে মৃত্যুসহ বিভিন্ন ঝুঁকি রয়েছে।