পটিয়ায় কবর থেকে দিন মজুরের লাশ উত্তোলন

34

পটিয়ায় দেড় মাস পর কবর থেকে দিন মজুরের লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আদালতের আদেশে ময়না তদন্তের জন্য মৃত্যুর ১ মাস ১৭ দিন পর কামাল উদ্দিন নামের ওই দিনমজুরের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। গতকাল বুধবার সকালে পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানির উপস্থিতিতে পুলিশ লাশটি উত্তোলন করেন এবং সুরতহাল রিপোর্ট শেষ করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দিনমজুর কামাল উদ্দিন উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের আবু তাহেরের পুত্র।
জানা গেছে, গত ৫ মে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আহতাবস্থায় কামালকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে গত ১ জুন তিনি মারা যান। পরবর্তীতে প্রতিপক্ষের মারধরে আহত কামাল উদ্দিনের মৃত্যুর অভিযোগে হামলাকারী আনোয়ার হোসেন, আয়ুব হোসেন, মফিজুর রহমান, সাজ্জাদ হোসেন ও তাদের পিতা নুরুল আমিনের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করেন। মামলার বাদী আদালতে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য আবেদন করলে বিচারক দিনমজুরের লাশ উত্তোলন করে ময়না তদন্ত করার জন্য নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে পটিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানির উপস্থিতিতে বুধবার লাশটি উত্তোলন করা হয়েছে। মামলার বাদী ছিল মৃত আবু তাহেরের পুত্র ও নিহত কামাল উদ্দিনের ভাই মোহাম্মদ জামাল উদ্দিন।