পটিয়ায় ইসলামী ছাত্রসেনা দ্বি-বার্ষিক কাউন্সিল

83

ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ এম. ইব্রাহীম আখতারী বলেছেন, ছাত্ররা হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যত কর্ণধার, দেশ গড়ার নেয়ামক শক্তি। স্মরণাতীতকাল থেকে এদেশের জাতীয় রাজনীতিতে দৃশ্যমান রয়েছে ছাত্র সমাজের গৌরবদ্বীপ্ত পদচারণা। ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা পশ্চিমের উদ্যোগে গত ১৫ এপ্রিল পটিয়া শান্তিরহাটস্থ খানেকায়ে চিশতীয়ায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক কাউন্সিলে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা পশ্চিমের সভাপতি তসলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। উদ্বোধক ছিলেন-আঞ্জুমানে খুদ্দামুল মোসলেমীন সউদি আরব শাখার সভাপতি আলহাজ মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট পটিয়া উপজেলা সহ-সভাপতি মোহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আলম, বিশিষ্ট ব্যাংকার সেকান্দর রহমান খান কায়সার, মোহাম্মদ আরিফুর রহমান ও মোহাম্মদ ইব্রাহীম খলিল। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ছাত্রসেনার সহ-সাধারণ সম্পাদক তাওহিদ মুরাদ সুমন। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ছাত্রসেনার সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। পটিয়া উপজেলা ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মহিউদ্দীন আল বারী, তারেকুল ইসলাম তানিম, মোবারক হোসাইন, হাফেজ মোহাম্মদ সাদেক, মোহাম্মদ সাদমান প্রমুখ। পরিশেষে মুহাম্মদ মহিউদ্দীন আল বারীকে সভাপতি, মোহাম্মদ তারেকুল ইসলাম তানিমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি