পটিয়ায় ইসলামী ছাত্রসেনার উদ্যোগে র‌্যালি

98

ইসলামিক ফ্রন্ট পটিয়া উপজেলা সভাপতি আলহাজ এ.এম.মঈন উদ্দিন চৌধুরী হালিম বলেছেন, ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম একটি হচ্ছে রমজান। যেটি দুনিয়ার তাবৎ মুসলমানদের নিকট আবশ্যকীয় ইবাদত হিসেবে বিবেচিত হয়ে থাকে। যেকারনে মুসলমানগণ নিরুপদ্রব ও নিষ্কন্টক রোজা পালনে তীর্থের কাকের ন্যায় অপেক্ষমান থাকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় রমজান শুরু হওয়ার সাথে-সাথে ভয়াবহ লোডশেডিং, গ্যাস ও পানি সরবরাহে অপ্রতূলতা জনজীবনকে দুর্বিসহ করে তোলে। ফলে রমজানের প্রাসঙ্গিক আবশ্যকীয় ইবাদাত সমূহ যেমন-ইফতার, তারাবীহ ও সেহেরী পালন কোনভাবেই নির্বিঘœ হয় না। এছাড়াও শুধুমাত্র রমজানকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু মুনাফাখোর ব্যবসায়ী অবৈধভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে। যৎকারণে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেয়ে বাজারে অস্থিরতা সৃষ্টি করে। তাই অন্তত: রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ নিশ্চিতকরণ তথা পণ্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসা বাঞ্চনীয়। ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা (পশ্চিম) এর উদ্যোগে গত ৬ মে মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত এক র‌্যালি পরবর্তী সমাবেশে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা (পশ্চিম) এর সভাপতি মোহাম্মদ মহিউদ্দীন আল বারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট পটিয়া উপজেলা সভাপতি আলহাজ এএম মঈন উদ্দিন চৌধুরী হালিম। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা (পশ্চিম) এর সাধারন সম্পাদক ছাত্রনেতা তারেকুল ইসলাম তানিম এর উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলা সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু নোমান বাদশা, উপজেলা ফ্রন্ট নেতা এইচ.এম. আরিফুর রহমান ও ছাত্রনেতা মোহাম্মদ তসলিম উদ্দিন প্রমুখ। স্বাগত র‌্যালিটি শান্তিরহাট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিরহাট বাজারে এসে শেষ হয়।