পটিয়ার কোলাগাঁও হামলা ও আগুন দেওয়ার ঘটনায় একজনের মৃত্যু

48

পটিয়া উপজেলার কোলাগাঁওয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। চলাচলের পথ নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় আবুল হাশেম (৫৫) নামের ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার মারা যান। তিনি কোলাগাঁও ইউনিয়নের বাণীগ্রাম এলাকার মরহুম নুরুল আমিনের পুত্র।
উল্লেখ্য, চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার দুপুরে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। পরে ঘরের দরজায় তালা লাগিয়ে দিয়ে বিকাল ৩টায় প্রতিপক্ষ অগ্নিসংযোগ করে। ওই আগুনে পুড়ে গেছে ১০টি বসতঘর। এছাড়া ওই ঘটনায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধাসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হাশেম। আগুনে ক্ষতিগ্রস্ত ৮টি বসতঘর থেকে কোন মালামাল বের করা সম্ভব হয়নি। আগুনের খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, মারামারি ও পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। একজন নিহতের ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।