পটিয়ার কৈয়গ্রামস্থ হিলফুল ফুযুলের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

20

পটিয়ার কৈয়গ্রামস্থ পটিয়ার কৈয়গ্রামস্থ হিলফুল ফুযুলের বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষা, সেবা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন হিলফুল ফুযুল শান্তি সংঘের পরিচালনায় মওলা আলী (রা.) ব্রিলিয়ান্ট টাচ্ বৃত্তি পরীক্ষা গত ২১ ডিসেম্বর সম্পন্ন হয়। জিরিস্থ এস এ নুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করে। পরীক্ষা ১০টা থেকে শুরু হয়ে ১১.৩০টায় শেষ হয়। পরিচালক মুহাম্মদ আরমানুল ইসলামের পরিচালনায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক শামসুল আলম, কেন্দ্র প্রধান মুহাম্মদ মুমিনুল হক বাবুল, কেন্দ্র সচিব মাস্টার মুহাম্মদ আনোয়ার হোসাইন, উপ-সচিব মুহাম্মদ হাসান, সাবেক পরিচালক ইঞ্জি. মুহাম্মাদ শাহিদুল হক, নিয়ন্ত্রক মুহাম্মদ সালাহউদ্দিন তারেক, উপদেষ্টা সিরাজুল ইসলাম স্টিল, মাওলানা নাসির উদ্দিন আলকাদেরী, জাহাঙ্গীর আলম সুজন, ড. নুরুল ইসলাম, আব্দুল আলীম, সংগঠনের সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ আজমগীর, আসহাব উদ্দিন, আব্দুর রহিম, জুনাইদ হোসেন, রুবেল, আলাউদ্দিন, তারেক প্রমুখ।