‘পগবা কোথাও যাচ্ছে না’

28

দ্বিতীয় মেয়াদে রিয়ালে যোগ দেওয়ার পর জিনেদিন জিদানের লক্ষ্য ছিল নতুন করে দল গঠন করা। আর এই লক্ষ্যেই দলে এর মধ্যেই এনেছেন বেশ কিছু পরিবর্তন। ফরোয়ার্ডে যোগ করেছেন নতুন খেলোয়াড়, রক্ষণভাগেও এনেছেন নতুন সেনা। তবে জিদানের আরও একটি চাওয়া ছিল মিডফিল্ডে বিশ্বকাপ জয়ী ফ্রেঞ্চ মিডফিল্ডার পল পগবা।
ম্যানচেস্টার ইউনাইটেড ২০১৬ সালে বিশ্ব রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে জুভেন্টাস থেকে পগবাকে দলে ভেড়ায়।
রেড ডেভিলসদের হয়ে এর মধ্যেই খেলে ফেলেছেন তিন মৌসুমের ৯২টি ম্যাচ। বড় শিরোপা বলতে কেবল মৌরিনহোর অধীনের উয়েফা ইউরোপা লিগই জিতেছিল তারা। এরপর বিভিন্ন বিতর্কের সৃষ্টিতে গেল মৌসুমে বিদায় নেন মৌরিনহো। তবে ইউনাইটেডের ভাগ্য বদলায়নি। আর তাই তো শেষ পর্যন্ত মৌসুমের সম্পাতি টানতে হয়েছে লিগে ৬ নম্বর স্থানে থেকে।
আর বিশ্বকাপ জয়ী পগবা খুশি নন মোটেও এতে। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে চান পগবে খবর রটে যায় সংবাদ মাধ্যমগুলোতে। এর মধ্যে ক্লাব কর্তৃপক্ষের কাছে ট্রান্সফার আবেদনও করেছিলেন পগবা।
ইউনাইটেড বস ওলে গুনার শোলশায়ার বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি পগবা এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়ই থাকবে। কোথাও যাচ্ছে না পগবে, ও এখানেই থাকবে।’