পঁচাত্তরের পনের আগস্ট ইতিহাসের নির্মম ট্রাজেডি

97

বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ ও শেখ রাসেল স্মৃতি সংসদ ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের যৌথ উদ্যোগে চিত্রাঙ্কণ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ আলোচনা সভা সম্প্রতি পাঁচলাইশ সিটি কর্পোরেশন বাকলিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সেলিম রনির সভাপতিত্বে সরকারী আশেকানে আউলিয়া কলেজ ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা ভিপি আবু সাদাত মোহাম্মদ সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। সভায় তিনি বলেন, মানবহত্যা কোন ধর্মেই স্বীকৃতি দেয় না, সেখানে শিশু রাসেল হত্যা প্রতিহিংসা পরায়ন এবং নেতৃত্বশূন্য করার পাঁয়তারা ছাড়া আর কিছুই নয়। সামাজিক কর্মের মাধ্যমে ৭৫’র ইতিহাসের নির্মম ট্রাজেডি জনগণর সামনে তুলে ধরতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিক কন্ট্রাক্টর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, পাঁচলাইশ ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামীম আরা খানম, এস.এম. আবু তৈয়ব স্যার, আবুল হাশেম খোকন, মাস্টার মুহাম্মদ মোজাহের, নজরুল ইসলাম, ওয়াহিদুল আলম শিমুল, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য নঈম উদ্দিন খান, মাস্টার দেলোয়ার হোসেন, রহমত উল্লাহ, আবু তৈয়ব সোহেল, নগর যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক, পাঁচলাইশ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সাইফুদ্দীন শান্ত, মোঃ মুছা, এমদাদুল হক টিপু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বায়েজিদ থানার সাধারণ সম্পাদক ফাহাদ ইসলাম অনিক, পাঁচলাইশ শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি তৌহিদুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক তানজিম আহমেদ পাভেল, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা মেহেরাজ তুহিন, সরকারি আশেকানে আউলিয়া কলেজ ছাত্রলীগ নেতা মোঃ জিহান, রবিউল আউয়াল রবি, এ.আর নিশাদ আরিফ প্রমুখ। সভায় ৫০০ জনের অধিক সাধারণ জ্ঞান প্রতিযোগি, প্রায় ২০০ জন চিত্রাংকন প্রতিযোগীসহ অসংখ্য অভিভাবক উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের অতিথিরা পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি