ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

76

নগরীর বহদ্দারহাটে ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজে ৩ জানুয়ারি অধ্যক্ষ এডভোকেট শাহাদাত হোসেনের সভাপতিত্বে ২০২০ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ‘দি ডেইলি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক’ কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ওসমান গণি মনসুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের সাবেক পরিচালক, বীর মুক্তিযোদ্ধা সফিকুল আলম খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ হেলাল উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আনোয়ার সিদ্দিক চৌধুরী, ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ.এম.শহীদুল আলম এবং ন্যাশনাল পাবলিক কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ গিয়াসুদ্দীন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বি.এড ট্রেনিং একজন শিক্ষকের পেশাগত দক্ষতাকে বাড়িয়ে তোলে। একজন দক্ষ শিক্ষকই পারেন একজন শিক্ষার্থীকে তার পাঠে মনোযোগী করে তাকে স্কুলমুখী করতে এবং আগামীদিনের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে। তাই ট্রেনিং এর বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. হেলাল উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার সিদ্দিক চৌধুরী, অধ্যক্ষ এ.এম শহীদুল আলম এবং উপাধ্যক্ষ মুহাম্মদ গিয়াসুদ্দিন। কলেজ শিক্ষক নূর কুতুবুল আলম জুবায়েরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শিক্ষক অধ্যাপক মোহাম্মদ নোমান, বিদিতা ফখরুজ্জাহান এবং প্রশিক্ষণার্থী ফারহানা করিম ফাতিমা, মোহাম্মদ জামাল উদ্দীন। অনুষ্ঠানের শুরুতে সবাইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি