নৌকার সমর্থনে সাহিত্য পাঠচক্রের মতবিনিময়

30

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে চট্টগ্রামের ১৫টি আসনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা মহাজোট মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীদের সমর্থনে এক মতবিনিময় ও গণসংযোগ সংগঠনের আহবায়ক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে গত ২৪ ডিসেম্বর বিকেলে আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মানিক চৌধুরীর সন্তান আওয়ামীলীগনেতা দীপংকর চৌধুরী কাজল। সংগঠনের সচিব আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ডেপুটি জেনারেল ম্যানেজার সুজিত কুমার দাশ, সাবেকমন্ত্রী জহুর আহমদ চৌধুরীর সন্তান শরফুদ্দীন চৌধুরী রাজু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাহেদুর রহমান সোহেল, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ বিজয় শংকর চৌধুরী, শহীদ গোলাম চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠান আলহাজ্ব আবু সুফিয়ান, দক্ষিণজেলা যুবলীগনেতা ফরিদুল আলম, যোগেশ্বর চৌধুরী, কবি সজল দাশ, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, দক্ষিণজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জয়নাল উদ্দীন, ছাত্রনেতা আবির উদ্দীন, আতাউর রহমান, সুমন চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বেই আমরা একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার মহান স্থপতি। বিজ্ঞপ্তি