নৌকার বিজয় মানে পাহাড়ে অবহেলিত মানুষের বিজয়

77

বান্দরবানে উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকাতে ভোট দেওয়ার আহবান জানিয়ে বীর বাহাদুর উশৈসিং বলেছেন, নৌকার বিজয় মানে পাহাড়ে অবহেলিত মানুষের বিজয়, উন্নয়ন ও অগ্রযাত্রার বিজয়। এই বিজয়ের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি। তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে ৬ষ্ঠ বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও আসনটি উপহার দিন। যাতে সরকার গঠন করে আমাদের চলমান উন্নয়ন আরও বেগবান হয়। তিনি বলেন, পার্বত্য এলাকার শান্তি ও উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। পার্বত্য এলাকায় যত উন্নয়ন হয়েছে সব কিছু শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। পার্বত্য চুক্তির পর পাহাড়ে যে শান্তির সুবাতাস বইছে এটিও আওয়ামী লীগ সরকারের জন্য। এই শান্তিচুক্তির কারণে আজ পার্বত্য এলাকায় এতো উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের সুফল ভোগ করছে পাহাড়ের সকল সম্প্রদায়। তিনি আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান। বৃহস্পতিবার বিকালে বান্দরবান স্থানীয় রাজার মাঠে শেষ মুহূর্তের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিকে নির্বাচনী সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্থানীয় রাজার মাঠে জনসমাবেশে এসে জমায়েত হয়। এছাড়াও জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসমাবেশে অংশ নেন যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাজল কান্তি দাশ, সহ সভাপতি একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।