নৌকার প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হোন

59

চট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর নওফেল বলেছেন, ‘আমি রেল পরিবারের সন্তান হিসেবে গর্ববোধ করি। বর্তমান সরকার বিগত ১০ বছরে রেল খাতকে সর্বোচ্চ সেবাখাত দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা প্রসংশনীয়। দীর্ঘদিন ধরে রেলওয়েতে জনবল নিয়োগ বন্ধ ছিল। শেখ হাসিনা সরকার ১০ বছরে অনেকাংশে নতুন জনবল নিয়োগ দিয়ে যাচ্ছে এবং রেল সেক্টরে ব্যাপক উন্নয়ন ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। চলমান উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে সরকার গঠনে আবারও নৌকা প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করার জন্য রেল পরিবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে আমি আশাবাদী।’ গতকাল সোমবার বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিআরবি চত্ত্বরে নির্বাচনী গণসংযোগে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, রেল শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধা শেখ লোকমান হোসেন, মহানগর জাতীয় শ্রমিক লীগ সভাপতি মো. বখতেয়ার উদ্দিন খান, সাধারণ সম্পাদক কাজী মো. মাহবুবুল হক চৌধুরী এটলী। বক্তব্য রাখেন অরূণ চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক গোকুল চক্রবর্তী, দপ্তর সম্পাদক রাখাল চন্দ্র দেওয়ানজি, ক্রীড়া সম্পাদক এটিএম আবিদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ধীলন কান্তি ধর, চট্টগ্রামস্থ শাখাসমূহের সভাপতি-সম্পাদক যথাক্রমে আশরাফ আলী, মজিবুর রহমান, শাহাজাহান সিদ্দিকী, আবদুল মালেক, আবু সুফিয়ান, আব্দুল ওয়াহাব, মো. নুরুন্নবী, আশিষ কুমার দাশ, জাকির হাসান, বিটু মল্লিক, হাসমত আলী, শাহরিয়ার পাপ্পু, রাজিব হাসান, শাহাদাত হোসেন, খোন্দকার সাইফুল ইসলাম মামুন, সাইমুম হোসেন ভোর, আব্দুল কাদের, রবিন সরকার, শান্তুনু দাশ, মো. সোহেল, আলিফ মাঈনু নির্ঝর, খোরশিদ আলম, জয়নাল আবেদীন, রিপন মিয়া, আবু বক্কর ছিদ্দিক, আবুল কাশেম, চৌধুরী ইসলাম রাসু, মো. দিদার, রিপন খান পাঠান, মনোজ ধর, সুজন চৌধুরী প্রমুখ। খবর বিজ্ঞপ্তির