নৌকার গণজোয়ার দেখে ষড়যন্ত্রকারিরা আতঙ্কিত হয়ে পড়েছে

37

আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন্স্থানে ব্যাপক গনসংযোগ চালিয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ গিয়াসউদ্দিন চৌধুরী। গত মঙ্গলবার সকালে উপজেলা সাহারবিল ইউনিয়নের চেয়ারফাঁড়ি বাজারে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকান ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেখতে যান গিয়াসউদ্দিন চৌধুরী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের আর্থিক সহায়তাসহ সবধরণের সহযোগিতার আশ্বাস দেন। পরে পশ্চিম বড়ভেওলা, সাহারবিল এবং বিকালে হারবাং ইউনিয়ন, বরইতলী, বানিয়ারছড়া, ডুলাহাজারা, মালুমঘাট ও খুটাখালী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন গিয়াসউদ্দিন চৌধুরী। এ সময় তিনি স্থানীয় ভোটার ও মুরব্বীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তাদেরকে আ’লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌছে দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে নিজের পক্ষে নৌকার জন্য ভোট চান। গনসংযোগকালে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ গিয়াসউদ্দিন চৌধুরী বলেছেন-আসন্ন চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার দেখে ষড়যন্ত্রকারিরা আতঙ্কিত হয়ে পড়েছে। যত ষড়যন্ত্রই হউক না কেন কেউ নৌকার বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবেনা। তিনি আরও বলেন, নৌকা মানে বঙ্গবন্ধু, নৌকা মানে শেখ হাসিনা। নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। আবার নৌকার পরাজয়ের চেষ্টা করা মানে শেখ হাসিনাকে অসম্মান করা। গিয়াস উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পরাজয়ের জন্য আওয়ামীলীগ নামধারি একটি মহল শেখ হাসিনার ভাবমুর্তি নষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু উন্নয়নকামি জনগণ ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আওয়ামীলীগের পরীক্ষিত এবং ত্যাগী নেতা-কর্মীরা কখনো তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না। গিয়াসউদ্দিন চৌধুরী আরও বলেন স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারি দল আওয়ামী লীগ দেশের বিজয় যেমন এনেছে, তেমনি বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে ঘটেছে দেশের অভূতপূর্ব উন্নয়ন ও সমৃদ্ধি। তাই বৃথা চেষ্টা করে কেউ অযৌক্তিক মনোবাঞ্চনা পুরণ করতে পারবে না। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাহারবিল ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন মাহমুদ, জেলা পরিষদ সদস্য আবু তৈয়ব, মাতামুহুরী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন মিরাজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর মুজিবুল হক, ইলিয়াছ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, ফাশিয়াখালীর সভাপতি সাহাব উদ্দিন মেম্বার, সম্পাদক নুরুল আবছার, জয়নাল আবেদীন, বাহাদুর আলম, শফিউল আলম, খুটাখালীর সাধারণ সম্পাদক বেলাল আজাদ, মনিরুল আলম ভূট্টো প্রমুখ।