নোয়াপাড়া আইডিয়াল স্কুলে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

2

রাউজান প্রতিনিধি

রাউজানের নোয়াপাড়া আইডিয়াল স্কুলে বাংলার জাতীয় সংস্কৃতির অন্যতম অংশ নবান্নের পিঠা উৎসব আয়োজনের মধ্য দিয়ে গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। নোয়াপাড়া আইডিয়াল স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১৩নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া। এসময় নোয়াপাড়া আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নেজাম উদ্দিন ও সিনিয়র শিক্ষক মৈত্রী বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াপাড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ফজল করিম , পরিচালক ব্যাংকার মো. আইয়ুব খান, পরিচালক সুব্রত দত্ত। বিশেষ অতিথি ছিলেন বড় ঠাকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক তৈয়ব চৌধুরী। স্কুলের পরিচালক মোহাম্মদ ইয়াসিন তালুকদার, মো. সোহেল, মো. জালাল হোসেন, মো. ইলিয়াস আছগর, শুভম সংগীত বিদ্যাপীঠের পরিচালক রকি বিশ্বাস, সংগঠক রুবেল বৈদ্য। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সমন্বয়ে তৈরি বিভিন্ন রকমের পিঠা সকলের মাঝে বিতরণ করা হয়। বিতরণ কালে উৎসবে আগত সকল অভিভাবকগণ এই ভিন্নধর্মী আয়োজনকে স্বাগত জানান। অনুষ্ঠানে আগত অভিভাবকরা বলেন, শিশুদের মনে দেশমাতৃকার শুদ্ধ চেতনা সৃষ্টিতে দেশীয় সংস্কৃতির বীজ বপনে ও জীবনচলার ক্ষেত্রে নিজকে অনুকরণীয় গঠনশীল মানুষ হিসেবে তৈরি করতে এরকম ভিন্নধারার আয়োজন তাদের মানসিক বিকাশে সহযোগিতা করবে। আগত অতিথিবৃন্দসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষিকা, পরিচালকবৃন্দ এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সরব উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।