নোয়াপাড়ায় স্ট্যান্ডার্ড ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান

68

রাউজানে পিইসি, জেএসসি, জেডিসি, এসএসসি ও দাখিলে জিপিএ ৫ পাওয়া ২ শ ৫০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আসলাম স্মৃতি ফাউন্ডেশন মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে মোট ১৪ লাখ টাকার এ শিক্ষাবৃত্তি দেয় রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল আলমের সভাপতিত্বে ও ব্যাংকের ব্যবস্থাপক ইমতিয়াজ উদ্দিন আহমদ ও সহকারী ব্যবস্থাপক মফজল হোসেন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক এসএএম হোসাইন, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী।
বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, প্রধান শিক্ষক শাহ জামাল, শিক্ষার্থী উম্মে হাবিবা প্রমুখ। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, উপজেলা আওয়ামী লীগ নেতা ইরফান আহমদ চৌধুরী, কামরুল ইসলাম বাহাদুর, দিপক কান্তি দত্ত, শফিউল আলম, জাহাঙ্গীর সিকদার, জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চৌধুরী, আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম, মুহাম্মদ আলমগীর, মুস্তাফিজ বিপ্লব, মহি উদ্দিন ইমন, জাহাঙ্গীর আলম, ফজল কাদের, ব্যাংক কর্মকর্তা জাহেদ হাসান, ইমরুল কায়েস, আব্দুল খালেক, রাহাত উদ্দিন, প্রবিরমিত্র, শহিদ উল্লাহ, রাজিব আহসান, আলমগীর আলী, ইফতেখার উদ্দিন, ইয়াসিন মাহমুদ, ইমরান হায়দার, রিপাত তাসলিম, শারমিন আকতার।