নোয়াখালী ও ফেনীর সাফল্য

35

চট্টগ্রাম উপ-অঞ্চলের ৪৮তম শীতকালীন আসরের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী জেলা। গতকাল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত অ্যাথলেটিক্সে ১৪৪ পয়েন্ট অর্জন করে এ কৃতিত্ব দেখায় নোয়াখালী জেলা। দিনব্যাপী প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ফেনী জেলা, তাদের অর্জন ১৩৯ পয়েন্ট। এছাড়া বালক বড় গ্রুপে নোয়াখালীর আহমদিয়া স্কুলের ছাত্র শরীফ হোসেন, বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র জুবাইল হোসেন, বালক মধ্যম গ্রুপে কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র চয়াং ম্রো ও নোয়াখালীর নোয়ান্নই স্কুলের ছাত্র আবুল হোসেন, বালিকা বড় গ্রুপে ফেনীর বিষ্ণুপুর স্কুলের ছাত্রী আঁখি রানী দাশ ও আঁখি ইসলাম এবং বালিকা মধ্যম গ্রুপে বিষ্ণুপুর স্কুলের ছাত্রী বিবি আয়েশা ও রাউজানের ঊনসত্তরপাড়া স্কুলের ছাত্রী নুসরাত আরেফিন নিশি উভয়ে সেরা প্রতিযোগীর পুরস্কার লাভ করেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিঃ নিঃ) নারায়ন চন্দ্র নাথ প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত দাশ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ।