নেপালের কাছে হেরে স্বর্ণজয়ের আশা শেষ

25

ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ফুটবল ফেডারেশনের তরফে দারুণ ঘোষণা। নেপালকে হারাতে পারলেই ৪০ হাজার ডলার বোনাস পাবে বাংলাদেশ দল। কিন্তু এমন প্রণোদনা কোন কাজেই এলো না। নেপালের কাছে ১-০ গোলে হেরে এসএ গেমস ফুটবলের সোনা জয়ের আশা শেষ বাংলাদেশের।
ভারত-পাকিস্তানের অনুপস্থিতিতে শিরোপা জয়ের ভালো সুযোগ ছিল এবার। কিন্তু জেমি ডে’র শিষ্যরা দেশের ফুটবল-ভক্তদের আশা পূরণে ব্যর্থ।
৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া বাংলাদেশের হাতে উঠেছে ব্রোঞ্জ। লিগ পর্বে সবার ওপরে থাকা স্বাগতিক নেপালের সংগ্রহ ১০ পয়েন্ট। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভুটান। আগামীকাল মঙ্গলবার ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু থেকেই বাংলাদেশ ছিল আক্রমণাত্মক। কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন ফরোয়ার্ডরা। রবিউলের লম্বা থ্রো-ইন আর কর্নার সুযোগ তৈরি করলেও নেপালের গোলকিপার আর ডিফেন্ডারদের দৃঢ়তায় গোল পায়নি লাল-সবুজ দল।
১০ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল খেয়ে বসে বাংলাদেশ। সুজল শ্রেষ্ঠার কাটব্যাক থেকে প্লেসিং শটে গোল করেন সুনীল বল। গোলকিপার আনিসুর রহমান জিকো ঝাঁপিয়ে পড়েও সর্বনাশ রুখতে পারেনি।
৬ মিনিট পর সমতা ফেরানোর ভালো সুযোগ এসেছিল। কিন্তু রবিউলের থ্রো-ইন থেকে সাদ উদ্দিনের শট নেপালের এক ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়ে যায়। বিরতির আগে নেপালের গোলকিপারকে তেমন কঠিন পরীক্ষায় ফেলতে পারেননি জামাল-জীবনরা।
শেষ দিকে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু গোলের দেখা মেলেনি। বরং ইনজুরি সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান অধিনায়ক জামাল ভূঁইয়া। সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় শিরোপার আশাও।