নেপালের কাছে হেরে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

26

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ব্যর্থতার বলয় থেকে বেরিয়ে আসতে পারল না বাংলাদেশ। মাশুরা পারভীনের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দল হজম করল আরও দুই গোল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে না পারা বাংলাদেশ হারল বড় ব্যবধানে। নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে শনিবার স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করা গোলাম রব্বানী ছোটনের দল ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে উঠল সেরা চারে। সেমি-ফাইনালে তাই সম্ভাব্য প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী ভারত। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হলো নেপাল। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। ভুটানের বিপক্ষে পাওয়া ২-০ গোলের জয়ে ৩ পয়েন্ট বাংলাদেশের। পঞ্চম মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি দল।
ফিরতি আক্রমণে গোলরক্ষক রুপনা চাকমাকে কাটিয়ে পোস্ট ফাঁকায় পেয়ে যাওয়া সাবিত্রা ভান্ডারি শট নেওয়ার আগে দারুণ ট্যাকলে রক্ষা করেন নিলুফা ইয়াসমিন নীলা। কিন্তু শেষ রক্ষা হয়নি। অনিতা বাসন্তির লম্বা ফিরতি শট মাশুরা পারভীন হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় নেপাল। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠার সাবিত্রার গায়ের সঙ্গে মাশুরা সেঁটে থাকলেও পোস্ট ছেড়ে এগিয়ে যায় রুপনা। ভুটান ম্যাচের এক গোল করা নেপালের এই ফরোয়ার্ড পরে দুজনকে বোকা বানিয়ে জাল খুঁজে নেন। পাঁচ মিনিট পর সাবিত্রার বাড়ানো বল কোনাকুনি শটে জাল জড়িয়ে বাংলাদেশকে আরও কোণঠাসা করে ফেলেন মাঞ্জালি কুমারী। এ নিয়ে সিনিয়র পর্যায়ে সব মিলিয়ে নেপালের কাছে পঞ্চম হারের স্বাদ পেল বাংলাদেশ।