নেতৃত্ব দিতে হলে চাই সৃজনশীলতা

36

স্বপ্ন আর নেতৃত্ব। দুটোই নাকি একসূত্রে গাঁথা। স্বপ্ন না দেখলে যেমন ভালো নেতৃত্ব দেওয়া যায় না, ঠিক তেমনি যে কোনও পরিস্থিতিতে নেতৃত্ব দিয়ে সফল হতে চাই পর্যবেক্ষণ ক্ষমতা। কেউ কেউ একমত, আবার অনেকে দ্বি-মত। যুক্তি-পাল্টা যুক্তি। প্রাণবন্ত আড্ডা আর কথপোকথনে ঠিক এভাবেই জমে ওঠে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ‘বি অ্যা লিডার’ শীর্ষক সেমিনার। স¤প্রতি নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাব (আইএমসি) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান বক্তা ছিলেন বাংলালিংক এর আঞ্চলিক প্রধান মো. মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের প্রধান ড. রোবাকা শামসের, সিআইইউর বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক রাহাত বারি তুহিন, প্রভাষক সায়ীদ হাসান, তামান্না জামান ও নাজমা কবির। অনুষ্ঠান শেষে প্রধান বক্তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী প্রত্যেকে পান সনদ। অনুষ্ঠানে বাংলালিংক এর আঞ্চলিক প্রধান মো. মামুনুর রশিদ নিজের অভিজ্ঞতায় ভালো নেতৃত্বের গুণাবলীর কথা তুলে ধরে বলেন, আপনার ভেতর বিশ্বাস ও সিদ্ধান্ত তৈরির ক্ষমতা আছে কি না তা যাচাই করে নিন। পরিস্থিতি বিশ্লেষণ, দলের মধ্যে সাদৃশ্য তৈরির ক্ষমতা ও স্পষ্টভাষী হওয়ার গুণটা রপ্ত করতে হবে সবার আগে। তিনি আরও বলেন, একজন প্রকৃত লিডার বা নেতা সবাইকে সঙ্গে নিয়ে নির্ধারিত লক্ষ্য অর্জন করার চেষ্টা করেন। এটা অনেকটা ইংরেজি বাক্য ‘লেটস ডু ইট টুগেদার’ এর কথার মতো। তাই লিডার বা নেতা হওয়ার আগে প্রকৃত মানুষ হতে হবে আমাদের। মামুনুর রশিদ তার বক্তব্যে ভালো নেতৃত্বের জন্য নিত্য-নতুন চিন্তা, গবেষণা কার্যক্রম বাড়ানো, পরিকল্পনা প্রণয়ন, সমন্বয় সাধন, দৃঢ় সংকল্পতা, সৃজনশীলতা সৃষ্টি করাসহ নানা বিষয়ের কথা উল্লেখ করেন। সেমিনার আয়োজনের বিষয়ে মার্কেটিং বিভাগের প্রধান ড.রোবাকা শামসের বলেন, পুঁথিগত বিদ্যার বাইরে শিক্ষার্থীদের কর্পোরেট বিশ্বের সঙ্গে পরিচিত করে তুলতে সিআইইউর মার্কেটিং ক্লাব নানা ধরনের সেমিনারের আয়োজন করে আসছে। এসব অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ভেতর ভালো নেতৃত্বের গুণাবলী ফুটিয়ে তোলার চেষ্টা করছি। সেমিনারে অংশ নেওয়া মোহাম্মদ ইয়ামীন নামের একজন শিক্ষার্থী বলেন, ভালো নেতৃত্ব দিতে হলে যে এতোগুলো বৈশিষ্ট্য থাকতে হয় তা আমার জানা ছিলো না। ভীষণ উৎসাহ পেয়েছি। বক্তব্য নোট করে নিয়েছি। খবর বিজ্ঞপ্তির