নেতৃত্ব কেড়ে নেওয়া হলো নেইমারের!

50

আচরণ জনিত সমস্যায় সম্প্রতি সমালোচনার মুখে রয়েছেন ব্রাজিল অধিনায়ক নেইমার। পিএসজির হয়ে খেলার সময় এক ভক্তকে ঘুষি মেরে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। একটি জাতীয় দলের অধিনায়ক হওয়ায় তার কাছ থেকে এমন আচরণ আশা করেননি অনেকেই। এমনকি কেউ কেউ তার কাঁধে জাতীয় দলের ভার দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন। সমালোচনার মুখে তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
নেইমারের বদলে আসন্ন কোপা আমেরিকার জন্য ব্রাজিলের অধিনায়ক করা হয়েছে তারই পিএসজি সতীর্থ দানি আলভেসকে। ৩৬ বছর বয়সী আলভেস অবশ্য আসন্ন প্রীতি ম্যাচেও দলকে নেতৃত্ব দেবেন। সামনে হন্ডুরাস ও কাতারের বিপক্ষে খেলবে সেলেসাওরা। আলভেসকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানায়, ‘নেইমারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন কোচ তিতে।’
ব্রাজিলে অনুষ্ঠেয় কোপা আমেরিকা চলবে ১৪ জুন থেকে ৭ জুলাই। গ্রুপ এ-তে স্বাগতিকদের প্রতিপক্ষ বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু।