নেতাকর্মীরাই এনামকে মেনে নেয়নি

46

পটিয়া আসনের এমপি ও মহাজোটের প্রার্থী সামশুল হক চৌধুরী বলেছেন, এনামকে বিএনপির নেতা-কর্মীরাই মেনে নিতে পারেনি। তাকে পটিয়ার মানুষ কিভাবে মানবে? তাকে পটিয়ার মানুষ চেনে না এবং সে সাধারণ মানুষের কাছেই যায়নি। আর আমি দীর্ঘদিন সাধারণ মানুষের সাথে কাজ করে দলীয় মনোনয়ন পাওয়ার পর ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই। এরপর গত ১০ বছরে পটিয়ায় উপজেলায় ২ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। সুখে-দুঃখে মানুষের পাশে থেকেছি। পটিয়াকে আধুনিক শহরে পরিণত করতে হলে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করতে হবে।
গত বুধবার তিনি উপজেলার কচুয়াই ও খরনা এবং গতকাল বৃহস্পতিবার কোলাগাঁও ইউনিয়ন এলাকায় গণসংযোগকালে পথসভায় এসব কথা বলেন। বুধবার কচুয়াই ইউনিয়নের অলিরহাট, শেখ পাড়া, শ্রীমাই, কালা মসজিদ, চক্রশালা, ওয়াহিদুর পাড়া, খরনা চৌধুরী বাড়ি এলাকায় গণসংযোগের সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ডা. তিমির বরণ চৌধুরী, কচুয়াই ইউনিয়নের চেয়ারম্যান ইনজামুল হক জসিম, খরনা ইউপি চেয়ারম্যান মাহাবুল আলম, শহীদুল ইসলাম, উৎপল সরকার, সামশুদ্দিন আলম, জয় প্রকাশ দত্ত, ঋষি বিশ্বাস, মুছা খান, শহিদুল আলী মঞ্জু, মুরাদ চৌধুরী প্রমুখ।