নেই ভেদাভেদ

49

কেউ বা বলে আল্লাহ রসুল
কেউ বা বলে হরি
এক পিন্ডের দড়ি আমরা
এক মাটিতেই মরি।

কেউ বা বলে ভগবান আর
কেউ বুদ্ধ যীশু
এক পৃথিবীর একই বাতাস
একই কোলের শিশু।

অমানুষে রয় ভেদাভেদ
মানুষ মানুষ মিল
সুখের ভেতর চায় করতে
শয়তানে গরমিল।

আলো বাতাস নয়তো পৃৃথক
পৃথক কেন মানব
শান্তি সুখের পৃথিবী হোক
রইবে না আর দানব।