নেইমার-লাউতারো দুজনকেই চায় বার্সেলোনা

44

স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন, নেইমার ও লাউতারো মার্তিনেজ দুজনের সঙ্গেই যোগাযোগ রাখছে বার্সেলোনা। উদ্দেশ্য, একজন না করলে বিকল্প হিসেবে অন্যজন যেন থাকে। তবে বার্সেলোনাভিত্তিক ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোর খবর, লাতিন আমেরিকার দুই খেলোয়াড়কেই সামনের গ্রীষ্মে ন্যু ক্যাম্পে আনতে চাইছে কাতালানরা। করোনাভাইরাসের কারণে এখন খেলা বন্ধ। তাই মূল দলের সব খেলোয়াড়ের বেতনের ৭০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। এতে মোটা অঙ্কের অর্থ জমা হবে তাদের কোষাগারে। তাই গ্রীষ্মের দলবদলে নেইমারকে ফেরানোর সঙ্গে লাউতারোকেও আনা সম্ভব হবে বলে মনে করছে বার্সেলোনা কর্তৃপক্ষ- এমন খবর দিয়ে মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, মেসিকে সঙ্গে নিয়ে বিশ্বসেরা আক্রমণভাগ গড়ার পরিকল্পনা স্প্যানিশ চ্যাম্পিয়নদের। ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ ইতিমধ্যে জানিয়েছেন, করোনার শঙ্কা কেটে যাওয়ার পর গ্রীষ্মের দলবদলের সময় তাদের কোষাগার ফুলেফেঁপে উঠবে। মেসিদের বেতন ৭০ শতাংশ কেটে নিলে অর্থের বড় একটা অংশই জমা হবে। যে কারণে শুধু নেইমারকে ফেরানো নয়, লাউতারোকে কেনার পরিকল্পনাও রাখছে।