নেইমার-এমবাপেকে লাগবে না রিয়ালের

39

২০১৮-১৯ মৌসুমটা ভুলে যেতে চাইবে রিয়াল। কোনও প্রতিযোগিতার শিরোপা দৌড়েও ছিল না মাদ্রিদের ক্লাবটি! লা লিগায় চ্যাম্পিয়নস বার্সেলোনা ও রানার্স-আপ অ্যাতলেতিকো মাদ্রিদের পেছনে থেকে মৌসুম শেষ করেছে তারা। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে আয়াক্সের বিপক্ষে হেরে। এই ব্যর্থতায় পেরেজ আবার বার্নাব্যুতে ফিরিয়েছেন জিনেদিন জিদানকে।
টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচকে ফিরিয়ে নতুন করে দল সাজাচ্ছে রিয়াল। গ্রীষ্মের দলবদলে সেই দলে নেইমার ও এমবাপের থাকা নিয়ে চলছিল আলোচনা। যদিও স্প্যানিশ রেডিও ‘ওন্দা সেরো’তে দেওয়া সাক্ষাৎকারে পেরেজ থামিয়ে দিয়েছেন আলোচনাটা। বলেছেন, ‘এমবাপে কিংবা নেইমারকে নিয়ে আমার কোনও কথা হয়নি জিনেদিন জিদানের সঙ্গে। এমবাপের সঙ্গেও আমাদের কোনও কথা হয়নি।’
নেইমার কিংবা এমবাপেকে বাইরেই রাখছেন পেরেজ, ‘গত বছর বলেছিলাম, আমরা তাদের (নেইমার ও এমবাপে) চাই না। এই বছরও বিষয়টা একই (আমরা চাই না এমবাপে কিংবা নেইমারকে)। যদি কোনও খেলোয়াড়কে চাই, তাহলে তার ক্লাবের সঙ্গে আমরা কথা বলব।’
এমবাপের ব্যাপারে জিদানও একই রকম কথা বলেছেন। ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে রিয়াল কোচের বক্তব্য, ‘এমবাপে যেখানে আছে, সেখানেই সে ভালো আছে।’ জিদানের কথায় এমবাপের প্রতি রিয়ালের আগ্রহ না থাকার বিষয়টিই ফুটে উঠেছে।