নেইমারকে কিনছে না কেউ, থাকতে হচ্ছে পিএসজিতেই!

19

নিজ হাতেই কি তবে নিজের ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ডি সিলভা জুনিয়র? কেন হঠাৎ করে তিনি ২০১৭ সালে পিএসজিতে পাড়ি জমালেন সেটা অনেকের কাছেই বোধগম্য নয়। কেউ কেউ বলে থাকেন তারা বাবা এবং এজেন্ট সিনিয়র নেইমারের লোভের কারণেই, বেশি টাকার লোভে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার।
লোভে পড়ে হোক কিংবা মেসির ছায়া থেকে বের হওয়ার খায়েস হোক- পিএসজিতে যাওয়া পরই নেইমার বুঝতে পারলেন তার জায়গা এই ক্লাব নয়। তিনি ভুল করে ফেলেছেন। সে সঙ্গে দুই মৌসুমেই দু’বার বড় বড় ইনজুরিতে পড়ে ক্লাবকেই পুরোপুরি সার্ভিস দিতে পারেননি। শুধু তাই নয়, বল্গাহীন জীবন-যাপন করে নেইমার মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনায় শিরোনাম হয়েছেন সবচেয়ে বেশি।
যে কারণে মুখ ফুটে পিএসজি ছেড়ে যাওয়ার কথা বলেও নেইমার অন্য কারো মনযোগ আকর্ষণ করতে পারেননি। না বার্সেলোনা, না রিয়াল মাদ্রিদ, না অন্য ইউরোপের কোনো ক্লাবের। মূলত নেইমারের উচ্চমূল্য। পিএসজি তার দাম হাঁকিয়ে বসে আছে ২৫০ মিলিয়ন ইউরো (প্রায় আড়াই হাজার কোটি টাকা)। ইনজুরিপ্রবণ একজন ফুটবলারকে এত উচ্চমূল্য দিয়ে এখন আর কেউই কিনতে চাইছে না।
এদিকে মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, নেইমার ইতিমধ্যেই পিএসজিতে তার সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছে। কোনো ক্লাবেই যখন যাওয়া হচ্ছে তার, তখন তো আর বসে থেকে লাভ নেই। মাঠেই ফিরতে হবে। এ কারণে শনিবার তাকে সতীর্থদের সঙ্গে অনুশীলনে দেখা গেলেও বোঝা যাচ্ছে, এ সপ্তাহেও পিএসজির সেরা একাদশে জায়গা পাচ্ছেন না তিনি।