নূর হোসেন, ডা. মিলন, মোজাম্মেল জেহাদ ও মোহাম্মদ হোসেন খান শহীদ এন এম এম জে কলেজে স্মরণসভা

90

নগরীর বাকলিয়া শহীদ এন.এম.এম.জে.ডিগ্রি কলেজে ’৯০-এর গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শহীদ নূর হোসেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলন, শহীদ মো. মোজাম্মেল, শহীদ নাজির হোসেন জেহাদ ও কলেজের সাংগঠনিক কমিটির প্রথম সচিব, শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবদুল মালেক। প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মো. জাকের হোসেন, মো. ছৈয়দ, মো. সালাউদ্দীন। অধ্যাপক আবদুল আলিম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ রবিউল হাছান চৌধুরী, অধ্যাপক মোঃ নুরুল আলম রাজু, অধ্যাপক আবদুল্লাহ ইবনে মাসুদ ও অধ্যাপক সৈয়দ শাহাদাত হোসাইন ও স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী রকি ভট্টাচার্য। উপস্থিত ছিলেন অধ্যাপক খাদিজা বেগম, অধ্যাপক আবদুল কাইয়ুম, অধ্যাপক খোন্দকার ছাদেক মাহমুদ, অধ্যাপক শাহিনুর বেগম, অধ্যাপক সাইমন নাহার চৌধুরী, অধ্যাপক মোঃ নাজিম উদ্দীন, অধ্যাপক বিশ্বকর শর্মা ভাষ্কর, অধ্যাপক মনিকা ধর, অধ্যাপক জয়শ্রী নাথ, অধ্যাপক ঝুমুর খাস্তগীর, অধ্যাপক রাবেয়া মাহমুদ, অধ্যাপক মোঃ আলী, অধ্যাপক ফারহানা জান্নাত চৌধুরী, অধ্যাপক ইশরাক ইরতিফা মাহমুদ, অধ্যাপক উম্মে সালমা, সৈয়দ আহমদ সিকদার, জনাব আশীষ দস্তিদার ও প্রভাষক মোহাম্মদ বদরুদ্দোজা প্রমুখ। প্রধান অতিথি আবদুল্লাহ আল নোমান তাঁর বক্তব্যে বলেন, গণআন্দোলনের শহীদদের নামানুসারে বাকলিয়া শহীদ এন.এম.এম.জে.ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত হয়। তিনি তাঁদের মহান আত্মত্যাগের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান এই কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে যে অবদান রেখে গেছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের নিয়মিত পড়া লেখা মনোযোগ দেওয়া এবং শিক্ষক কর্মচারীদেরকে শিক্ষাকার্যক্রমে অধিকতর যত্নশীল হওয়ার জন্য আহবান জানান এবং কলেজে জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। সবশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান সাহেবের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কালামিয়া বাজারস্থ মসজিদ-এ হযরত ফাতেমা (রা.) এর সম্মানিত খতিব হাফেজ মাওলানা মো. মনির উদ্দীন। বিজ্ঞপ্তি