নূর-কোলাহল শিশুসাহিত্য পুরস্কার বিতরণ

54

নূর-কোলাহল শিশুসাহিত্য পুরস্কার ২০১৮ পেলেন তিন শিশুসাহিত্যিক। গত ১৯ জুলাই এ পুরস্কার আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে তুলে দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও লেখক শামসুদ্দিন শিশির। প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রাশেদ রউফ। সাহিত্য পত্রিকা কোলাহল এর সম্পাদক, কবি ও শিশুসাহিত্যিক আনোয়ারুল হক নূরী প্রবর্তিত এ পুরস্কার লাভ করেন শিশুসাহিত্যিক এমরান চৌধুরী, শিশুসাহিত্যিক অরুণ শীল ও শিশুসাহিত্যিক আজিজ রাহমান। তাদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। কবি-প্রাবন্ধিক সাঈদুল আরেফীনের সঞ্চালনায় তিন পুরস্কারপ্রাপ্ত লেখকের জীবনকর্ম নিয়ে আলোচনায় অংশ নেন কবি আবুল কালাম বেলাল, শিশুসাহিত্যিক রমজান আলী মামুন ও কবি অমিত বড়–য়ার লিখিত বক্তব্য পাঠ করেন শিশুসাহিত্যিক বাসুদেব খাস্তগীর। সূচনা বক্তব্য দেন পুরস্কার প্রবর্তনকারী কোলাহল সম্পাদক কবি আনোয়ারুল হক নূরী।
প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিন পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক বিপুল বড়–য়া, গল্পকার দীপক বড়–য়া, ছড়াশিল্পী জসীম মেহবুব, শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, ছড়াশিল্পী মিজানুর রহমান শামীম, অধ্যাপক সুপ্রতিম বড়–য়া, কবি ফারজানা রহমান শিমু, কবি আখতারুল ইসলাম। শুভেচ্ছা জানান, কবি সনজিত দে, গল্পকার রুনা তাসমিনা, কবি জুবাইর জসীম, শিশুসাহিত্যিক লিটন কুমার চৌধুরী, গল্পকার শিপ্রা দাশ, ছড়াকার প্রদ্যোত কুমার বড়–য়া, এম কামাল উদ্দীন, কবি সাইফুল­াহ কায়সার, ছড়াকার অভি ওসমান, কবি নুর নাহার নীপা প্রমুখ। আলোচকরা পুরস্কারপ্রাপ্ত তিন লেখককে অভিনন্দন জানিয়ে বলেন, লেখকরা পুরস্কারের জন্য লেখেন না। সামাজিক দায়বদ্ধতা থেকেই লেখেন। তাদেরকে পুরস্কার পাওয়ার কারণে নতুন করে দায়বদ্ধ হতে হয় না। যারা নিরবচ্ছিন্ন কাজ করেন তারা একদিন না একদিন পুরস্কৃত হবেন। পুরস্কারের জন্য কাউকে ছুটতে হয় না। বরং পুরস্কারই তাদের খুঁজে নেয়। পুরস্কার পাওয়া মানে আনন্দিত হওয়া। উৎসাহ পাওয়া। আলোচকরা প্রথমবারের মতো প্রদত্ত এ পুরস্কার আগামীতে অব্যাহত রাখার জন্য আয়োজকদের আহŸান জানান। বিজ্ঞপ্তি