নুসরাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন ও মৌন মিছিল

35

সেবায় সাম্য এক মঞ্চে এই শ্লোগানকে সামনে নিয়ে গঠিত মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সারাদেশে নারী, শিশু, যৌন নিপীড়ন এবং সম্প্রতি সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল হয়। গত ২৪ এপ্রিল সকাল ১১ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার দুলাল, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জামশেদ আলম, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, সমমনা সংঘের সর্বোচ্চ পরিষদের সভাপতি শাহ আলম, চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সুভাষ সরকার, কেরাণী বাড়ী পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল করিম লিটন, দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোক্তা সৈয়দ আহাম্মদ, শিক্ষক হোসাইন সবুজ, ঝংকার ক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ চৌধুরী, প্রজন্ম মিরসরাই’র সভাপতি ওমর ফারুক, বিজলী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহমদ, অভিযান ক্লাবের সাধারণ রিপন দাশ, মিরসরাই স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন দুলাল, সমমনা সংঘের সভাপতি নুর উদ্দীন, শতাব্দী ক্লাবের সভাপতি মাঈন উদ্দিন, আদর্শ বন্ধু ফোরামের মোহাম্মদ আলী, অভিযান ক্লাবের শওকত প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে নুসরাত হত্যাকান্ডে জড়িত সকল খুনিদের দ্রæত বিচারের দাবীতে এবং সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের যৌন হয়রানী বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি উচ্চ পর্যায়ের মনিটরিং সেল গঠণের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, প্রজন্ম মিরসরাই, অভিযান ক্লাব, বিজলী ক্লাব, সমমনা সংঘ, নির্বাণ সংঘ, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘ, স্বপ্নতরী-৭১, হিতকরী, আদর্শ বন্ধু ফোরাম, তারুণ্যের একতা ফাউন্ডেশন, রক্তিম পরিবার, মিরসরাই স্পোটিং ক্লাব, শতাব্দী ক্লাব, দক্ষিণ আমবাড়ীয়া সমাজকল্যাণ সমিতি, রাইজিং স্টার, সৃজন সংঘ, বিন্দু পরিবার, শুভ সংঘ, অনির্বাণ, জোরারগঞ্জ বøাড ব্যাংক, সৈয়দপুর সমাজকল্যাণ সংস্থা, বাড়ীয়াখালী যুব সংঘ, মিরসরাই শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফোরাম, প্রচেষ্টা ছাত্র পরিষদ, মিরসরাই গণ পাঠাগার, বীণাপানি সংগঠন, মিরসরাই সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়।