নীল

68

শরতের নীলের চেয়ে অধিক নীল
আমাদের জীবনে লেপ্টে আছে
আমরা তা কিছুতেই পেরিয়ে যেতে পারি না. . .
ঋতুর নীল দীর্ঘস্থায়ী নয়
হেমন্তে তার ক্ষয় বা লোপ দেখা যায়।
আমাদের নীল ক্ষীণ হয় না, ঝরে না
মিশেই আছে অদ্ভুত ভাবে,
আমরা সাদাই ভাসতে চাই, থাকতে চাই
সাদা’ই আমাদের কাম্য।
এই শরতে আমরা একদিন
সমুদ্রে যেতে চাই
সমুদ্র কি আমাদের জন্য অপেক্ষা করবে
সমুদ্র কি তার জলে দুধ-সাদা রঙ ধারণ করতে পারবে?
আমরা একদিন ঝর্ণা দেখতে যেতে চাই
ঝর্ণা কি আমাদের নীল রঙ ধুয়ে
একটি সুদিন দিতে পারবে উপহার?
অধিক নীল থেকে বের হতে চাই,
আমরা চাই আমাদের শার্টের বোতাম নীল হোক
শাড়ির আঁচল নীল হোক
পাঞ্জাবী নীল হোক কিন্তু হৃৎপিন্ডে
না থাকুক কোন নীলের আবির ।