নীলাচল বুটিকস এন্ড লেডি কেয়ারের পথ চলা শুরু

63

আধুনিক ডিজাইন ও শৈল্পিক প্রিন্টের শাড়ি, তরুণীদের সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, কুর্তি আর কাফতান নিয়ে নতুন রূপে নাজিরহাটে এস. এ সিটি সেন্টারের নিচ তলায় নীলাচল বুটিকস এন্ড লেডি কেয়ারের পথ চলা শুরু। গত শুক্রবার নীলাচল বুটিকস এন্ড লেডি কেয়ারের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাসির উদ্দীন, আলহাজ আব্দুল লতীফ চৌধুরী, মো. মহিন উদ্দীন, ইউপি সদস্য লাজুক, হোসাইন মনজু, সেলিম, সাহেদ, হুমায়ন নুর, আবু হানিফসহ অনেকেই।
নীলাচল বুটিকস এন্ড লেডি কেয়ার এর পরিচালক মো. ইয়াকুব ও মো. সরওয়ার বলেন, প্রতিটি পোশাকের আধুনিক ডিজাইন ও রঙের ব্যবহারে রয়েছে নতুনত্ব। বুটিকসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উন্নতমানের কাপড়, ডিজাইনে নতুনত্ব আর রঙের রুচিসম্মত ব্যবহার।
এ বুটিকসে সচেতন নারীর আধুনিক ও রুচিশীল আউটফিট, গাউন ওয়ান পিছ, থ্রী পিছ, ওড়না, স্কার্প, হেজাব, বোরকা পাওয়া যাবে।