নিহত জেএসএস চীফ কালেক্টর বিক্রমের স্ত্রী ‘এটা তার কর্মফল’

73

রাঙামাটিতে শীর্ষ জনসংহতি সমিতির (জেএসএস) শীর্ষ নেতাকে হত্যার প্রতিক্রিয়ায় তার স্ত্রী বিপুলা চাকমা (৩১) রাঙামাটি সদর হাসপাতাল মর্গের পাশে দাড়িয়ে স্থানীয় সাংবাদিকদের বলেন, সকালে আমার স্বামী কাপ্তাই উপজেলার চিৎমরম থেকে আসার পথে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বড়াদম এলাকার একটি দোকানের পাশে অবস্থান কালে অতর্কিত ভাবে তাকে অজ্ঞাত সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। এরপর কাছাকাছি একটি বাড়িতে নিয়ে ৪ রাউন্ড গুলি চালিয়ে হত্যা করে। কেউ কিছু বুঝার আগেই ঘাতকেরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে তারা কে বা কারা হত্যা করেছে, তা আমি জানিনা। সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে নিহতের স্ত্রী আরো বলেন, এটা ছিল তার কর্মফল। মামলা সংক্রান্ত প্রশ্নে বিপুলা চাকমা বলেন, আমি কোন মামলা করবো না। কার বিরুদ্ধে মামলা করবো? নিহত জেএসএস নেতা ও চীফ কালেক্টর বিক্রম চাকমা নামে সাংগঠনিক ভাবে পরিচিত হলেও তার আসল নাম কমল বিকাশ চাকমা। সূত্রে জানা যায়, নিহত বিক্রম চাকমার নিজ বাড়ি জেলার বিলাইছড়ি উপজেলার কেংরাছড়ি ইউনিয়নে। তারা তিন ভাই তিন বোন। বিক্রম ২সন্তানের জনক। এলিন চাকমা (ছেলে) দেড় বছর ও শ্রীজাত চাকমা মেয়ে ৭ বছর।