নিহতদের স্মরণে অন্ধকার থাকবে আইফেল টাওয়ার

29

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের স্মরণে সোমবার মধ্যরাত থেকে ফ্রান্সের আইফেল টাওয়ারের বাতি নিভিয়ে দেওয়া হবে। বিশ্বের অন্যতম আশ্চর্য অন্ধকার রেখে সম্মান জানানো হবে হামলায় হতাহতদের প্রতি। এক টুইটে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ জানায়, ‘রাত ১২টায় আমরা সকল বাতি নিভিয়ে শ্রীলঙ্কা হামলায় হতাহতদের প্রতি সম্মান জানাবো। এর আগে ২০১৭ সালে ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্দ্রের কনসার্টে বোমা হামলায় ২২ জন নিহত হওয়ার ঘটনায় আইফেল টাওয়ার অন্ধকার রাখা হয়েছিলো। একই পদক্ষেপ নেওয়া হয় শার্লে এবদো ম্যাগাজিনে হামলার ঘটনার পরও।