নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনে স্ট্রেস বিষয়ক সেমিনার

54

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন, প্রবর্ত্তক মোড়, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ও কোয়ান্ট্রাম ফাউন্ডেশন চট্টগ্রাম কেন্দ্রের সহযোগীতায় বিশেষ শিশুদের অভিভাবক, শিক্ষক ও বিশেষজ্ঞদের জন্য “দৈনন্দিন জীবনে স্ট্রেস মোকাবেলায় আমাদের করণীয়” শীর্ষক একটি সেমিনার ২২ ফেব্রূয়ারি শনিবার নিষ্পাপ স্কুল ক্যাম্পাসে এম নাসিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন শ্রেণীপেশার সামর্থ্যবানদের নিজস্ব দৃষ্টিভঙ্গি বদলানোর মধ্য দিয়ে দুঃস্থ, অবহেলিত সহ বিশেষ শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সেবাপরায়ন সকলকে একযোগে কাজ করে সুস্থ সমাজ বিনির্মানের আহব্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫বি৪ বাংলাদেশ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এম.জে.এফ। প্রকৌশলী ঝুলন কুমার দাশের সঞ্চালনায় উক্ত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. বাসনা মুহুরী এবং মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন এম. মাকসুদ হোসেন, অর্গানিয়ার, কোয়ান্ট্রাম ফাউন্ডেশন, ঢাকা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী লায়ন বিপ্লব দাশ, এটিএম কামরুদ্দীন তাদের, সুভাষ চন্দ্র দত্ত প্রমুখ। এছাড়াও কোয়ান্ট্রাম ফাউন্ডেশন এর বিশেষজ্ঞদের সার্বিক তত্বাবধানে পরিচালিত দিনব্যাপী সেমিনারে উপস্থিত ছিলেন লায়ন তপন কান্তি দত্ত, লায়ন উত্তম কুমার দাশ, লায়ন সুব্রত বিকাশ চৌধুরী, লায়ন সুব্রত ভৌমিক, সুজন কুমার ভৌমিক, অধ্যক্ষ সোমা চক্রবর্ত্তী, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। বিজ্ঞপ্তি