নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের ইংরেজি বর্ষবরণ

84

আমেরিকান ইন্টারন্যাশনাল বিজিনেস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান এস. এম. আবু তৈয়ব বলেছেন “সার্বজনীন সহযোগিতা ছাড়া সমাজে নিষ্পাপ অটিজম স্কুলের মত প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে না। ইংরেজি নববর্ষ ২০১৯ কে বরণ উপলক্ষে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস. এম. আবু তৈয়ব উপরোক্ত মন্তব্য প্রকাশ করেন। প্রতিষ্ঠানের সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমেন চেম্বারের সহ সভাপতি ডা. মুনাল মাহবুব ও চিটাগাং হাউজিং সোসাইটির সাবেক পরিচালক মোহাম্মদ সাজ্জাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী সভাপতি প্রফেসর ডা. বাসনা মুহুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, ট্যাক্সেস বারের সাবেক সহ সভাপতি লায়ন তপন কান্তি দত্ত ও অধ্যক্ষ সোমা চক্রবর্তী। আরো বক্তব্য রাখেন বিশেষ স্কুল থেকে স্বাভবিক স্কুলে যাওয়া একজন ছাত্রের অভিভাবক তপা গুহ। স্কুল হল রুমে বর্ষবরণ অনুষ্ঠানে যুগ্ম সম্পাদক সুজিত কুমার দত্ত এর পরিচালনায় প্রধান অতিথি বলেন, চট্টগ্রামের অনেক বড় বড় প্রতিষ্ঠান এক সময় ছোট হিসেবে ক্ষুদ্র আঙ্গিকে যাত্রা শুরু করেছিল, আজ দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। চট্টগ্রামবাসীর সহযোগিতা পেলে নিষ্পাপ স্কুলও একসময় মহীরুহে পরিণত হবে। বিজ্ঞপ্তি