নিষিদ্ধ পলিথিন আনায় ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

11

প্লাস্টিকের তৈরি ওয়ানটাইম গ্লাসের আড়ালে বিক্রয় নিষিদ্ধ পলিথিন আনায় নগরীর এক ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকালে পলিথিনবাহী একটি কভার্ড ভ্যান আটকের পর শুনানি শেষে এই ক্ষতিপূরণ নির্ধারণ করেন অধিদপ্তরের মহানগর কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিক।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সাগরিকা বিসিক এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ৫ টন পলিথিনের তৈরি শপিং ব্যাগ
জব্দ করেছে পরিবেশ অধিদফতর। পরে এসব পলিথিনের মালিক রিয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটের মেসার্স শাহ আমানত পলি লিমিটেডের মালিক মো. আলমগীরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
বিকেলে শুনানি শেষে নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে মো. আলমগীরকে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, সাগরিকা বিসিক এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ৫ টন পলিথিনের তৈরি শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। পরে বিকেলে এসব পলিথিনের মালিক রেয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটের মেসার্স শাহ আমানত পলি লিমিটেডের মালিক মো. আলমগীরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।