নিশুথি ডাহুক ডাকে

42

 

এমনি করে রাতগুলো কেটে যায়
শিউলীরা ঝরে পড়ে টুপটাপ শব্দ করে
তারারা হারায় মেঘে মেঘে
তবুও কী দারুণ উদ্যোগে
আমি বসে থাকি একাকী-জানালায়।

কুয়াশায় ঢেকে যায় ল্যামপোস্টের প্রহর
নিশ্চুপ ঘুমিয়ে যায় ব্যস্ত শহর
স্বপ্নেরা তবুও আমাকে
নিশুথি ডাহুকের মত ডাকে
কী এক মায়ায় কাঁদি নিরালায়।