নির্মাতা সাইদুল আনাম টুটুল সমাহিত

38

ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সমাহিত করা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা সাইদুল আনাম টুটুলকে। ২০ ডিসেম্বর বেলা সাড়ে ৪টার দিকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য এ নির্মাতাকে শ্রদ্ধা জানান দেশের সর্বস্তরের জনগণ। শহীদ মিনারে নির্মাতার স্ত্রী, দুই মেয়েসহ উপস্থিত হন মুস্তাফা মনোয়ার, নাসির উদ্দিন ইউসুফ, ফরিদুর রেজা সাগর, মোরশেদুল ইসলাম, রাইসুল ইসলাম আসাদ, অঞ্জন জাহিদুর রহিম, জাফর ইকবাল, গাজী রাকায়েত, কামার আহমাদ সাইমন, তারিক আনাম খান, এসএ হক অলিক প্রমুখ। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন করা হয়।
১৫ ডিসেম্বর দিবাগত রাত প্রায় দুইটার দিকে হৃদরোগে আক্রান্ত হন সাইদুল আনাম টুটুল। এরপর তাকে দ্রæত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন এই নির্মাতা। ১৮ ডিসেম্বর বেলা সাড়ে ৩টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান। সাইদুল আনাম টুটুল ১৯৫০ সালের ১ এপ্রিল পুরনো ঢাকায় জন্মগ্রহণ করেন। শৈশব কৈশোর থেকেই তিনি বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকেছেন। ছাত্রজীবনে তিনি ঢাকা সরকারি মুসলিম স্কুল থেকে ১৯৬৭ সালে মাধ্যমিক এবং পরে ঢাকা কলেজ থেকে ১৯৭১ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকা কলেজে অধ্যয়নকালে সাইদুল আনাম টুটুল চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং ৬ নম্বর সেক্টরের আওতায় খুলনা অঞ্চলে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন।