নির্ভয়া হত্যাকাণ্ড ধর্ষকের ফাঁসি বহাল রাখলো সুপ্রিম কোর্ট

21

২০১২ সালে ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছিলেন প্যারা মেডিক্যালের এক শিক্ষার্থী। ভারতব্যাপী ‘নির্ভয়া’ নামে পরিচিতি পাওয়া সেই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গণধর্ষণে অভিযুক্ত চার আসামিকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে আদালত তাদের মৃত্যুদণ্ড দিলে সেটির বিরুদ্ধে আপিল করে দুই আসামি। যাদের মধ্যে আসামি অক্ষয় কুমার সিংহের মৃত্যুদণ্ডের রায়-ই বহাল রাখলেন ভারতীয় সুপ্রিম কোর্ট।
বুধবার শুনানি শেষে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার ঘোষণা দেন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন আসামিপক্ষে ছিলেন আইনজীবী এপি সিংহ। এদিকে দীর্ঘ সাত বছর পর যেন স্বস্তি পাচ্ছে নির্ভয়ার পরিবার। কারণ গত সাত বছর ধরে তারা এ মামলা চালিয়ে যাচ্ছে। আদালত থেকে বেরিয়ে নির্ভয়ার মা আশাদেবী বলেন, আদালতের রায়ে খুশি হয়েছি। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পথে আরও একধাপ এগোলাম।