নির্বাচিত হলে নগরীর উন্নয়ন কর্মকান্ড বেগবান করবো

23

সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীতল হাওয়া নগরজুড়ে। এমন দিনের শেষে গতকাল পূর্বদেশ কার্যালয়ে এসেছেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী এসময় বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। দেশের চরম দুর্দিনে অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম। জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। চট্টগ্রামবাসীয় সেবা করার জন্য আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। যদি নির্বাচনে আমি কামিয়াব হই, তাহলে চট্টগ্রামে চলমান উন্নয়ন কর্মকাÐ বেগবান করবো। চট্টগ্রামবাসীর কারণে নিজেকে আজীবন নিয়োজিত করতে চাই। এক্ষেত্রে জাতির বিবেক সাংবাদিকদের সহযোগিতা ছাড়া সফলকাম হওয়া সম্ভব নয়। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।’ এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং পূর্বদেশের যুগ্ম সম্পাদক আবু তাহের মুহাম্মদ।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সুনীল সরকার, এড. ইব্রাহীম হোসেন বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমন, শিক্ষা বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, বাঁশখালী আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহফুজুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা ড. মুহম্মদ মাসুম চৌধুরী, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ।